যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি স্কলারশিপগুলোর একটি ন্যাশনাল প্রেস ফটোগ্রাফার্স ফাউন্ডেশন (এনপিপিএফ)। এ বছর ১৪ জন বিজয়ীর মধ্যে বাংলাদেশের মো. জোবায়ের হোসেন জ্যোতি কিট সি কিং স্কলারশিপ পেয়েছেন। এই সম্মানজনক স্কলারশিপের অংশ হিসেবে তিনি দুই হাজার ডলার অর্থ পুরস্কারসহ সনি ক্যামেরা সামগ্রী লাভ করবেন। জ্যোতি বর্তমানে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের নিউহাউজ স্কুল অফ পাবলিক কমিউনিউকেশন এ ফটোসাংবাদিকতার উপর স্নাতকোত্তর করছেন।
জ্যোতি যে স্কলারশিপটি পেয়েছেন, তা নামকরণ করা হয়েছে কিট সি কিং-এর নামে। কিট সি কিং ছিলেন দ্য স্পোকসম্যান-রিভিউ এবং ক্রনিকেলের প্রধান ফটোগ্রাফার।
এনপিপিএফ স্কলারশিপ উঠতি ফটোসাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে, যা তাদের শিক্ষাগত লক্ষ্য অর্জনে সহায়তা করে। এই স্কলারশিপের মাধ্যমে ন্যাশনাল প্রেস ফটোগ্রাফার্স ফাউন্ডেশন ভবিষ্যতের প্রজন্মের ফটোসাংবাদিকদের সমর্থন করার পাশাপাশি সেইসব ব্যক্তিদের স্মরণ করে যারা দৃশ্যমান সাংবাদিকতায় অসামান্য অবদান রেখেছেন।