শাহজাদপুর থানার ওসির মহানুভবতায় এক যুবক মৃত্যুর দুয়ার থেকে ফিরল।
জানা গেছে গত পহেলা মে বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের রুপবাটি ইউনিয়নের নিভৃত পল্লী ভুলবাকুটিয়ার গ্রামে ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়েই ফোর্স নিয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী ওই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে যুবকটির অবস্থার অবনতি হলে তিনি নিজেই উদ্যোগ নিয়ে অ্যাম্বুল্যান্স ভাড়া করে ওই যুবককে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসার খরচ ওসি নিজেই দিয়েছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী আরো জানান, গুরুতর আহত ওই যুবককে এখন ডাকলে সাড়া দিচ্ছে। ডাক্তার বলেছেন পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। দৃবৃত্তরা হত্যার উদ্দেশ্যই কুপিয়ে অজ্ঞাতনামা এই যুবককে ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
তিনি সাংবাদিক ও সোশ্যাল মিড়িয়ার কাছে অনুরোধ করেন, চিকিৎসাধীন এই যুবকের স্বজনদের দৃষ্টি আকর্ষণ ও খবরটি প্রচার করার জন্য।