মেসিও গোল পাচ্ছিলেন না, ইন্টার মায়ামিও পাচ্ছিল না জয়ের দেখা। অবশেষে শনিবার রাতে ৪ ম্যাচ পর নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে গোল করেছেন আর্জেন্টাইন তারকা। টানা তিন হারের পর ৪-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। এরপর থেকে পুরন প্রশ্নটা নতুন করে উঠছে যে, মায়ামি কি মেসির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে?
মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। শনিবারের ম্যাচের আগেই তিনি বলেছেন, ‘দলগুলো (মেসির আগের ক্লাবগুলো) মেসির ওপর নির্ভরশীল ছিল। বছরের পর বছর ধরে গার্দিওলার বার্সেলোনা, এনরিকের বার্সেলোনা, ভালভার্দের বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দল মেসির ওপরই নির্ভর করত। আসলে মেসির মতো খেলোয়াড় থাকলে তার ওপর নির্ভর না করাটাই অসম্ভব।’
দলের খারাপ সময়ে এ ধরনের কথা হতে পারে বলেও মনে করেন মাশ্চেরানো, ‘এমন কিছু দিন আসে, যেদিন মেসি দলে বেশি অবদান রাখে, আবার কোনোদিন কম। দুই সপ্তাহ আগেই আমরা এখানে ডিজনিল্যান্ডের মতো ছিলাম। সবকিছু ঠিকঠাক ছিল, আনন্দের ছিল। এমএলএসে ৮-৯টি ম্যাচ খেলে একটি হেরেছিল। সবাই দলের পারফর্মেন্সের প্রশংসা করেছিল। আমি সবসময় বলেছি, খারাপ সময়ের জন্যও প্রস্তুত থাকতে হবে। এটাই ফুটবল।’