গাজীপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর প্রতিবাদে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা।
রবিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেটে স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র নেতা কাজী নাছির, রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, মুহতাদির যায়িফ সিক্ত, সাজেদুল রাশেদ রাফসান প্রমুখ। এসময় বক্তারা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানা যায়, রবিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার মোড়ে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেছেন সারজিস আলম। এতে দেখা যায়, হাসনাতকে বহন করা গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। হাত থেকে রক্ত ঝরছে।
আরেক পোস্টে সারজিস আলম জানান, হাসনাত যে গাড়িতে আসছিলেন সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল। এ হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।