বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে একসময় ছিল ধারাবাহিক উন্নতির পথে। র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে পৌঁছেছিল, নিয়মিতই অবস্থান করেছিল সাত কিংবা আট নম্বরে। সেই বাংলাদেশ এবার নেমে গেছে দশম স্থানে—প্রায় দুই দশক পর ওয়ানডে র্যাংকিংয়ে এমন অবনমন দেখল টাইগাররা।
আইসিসির সর্বশেষ হালনাগাদ করা র্যাংকিং অনুযায়ী, ওয়ানডে তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দশম। আগের অবস্থান ছিল নবম, কিন্তু নতুন হালনাগাদে চার রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে গেছে সাকিব-তামিমদের দল। এদিকে, পাঁচ রেটিং পয়েন্ট পেয়ে নবম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, যারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নিচে অবস্থান করছিল।
এই তালিকায় বাংলাদেশের ওপরে উঠে গেছে আফগানিস্তানও। তারা চার পয়েন্ট বাড়িয়ে এখন সপ্তম স্থানে, পেছনে ফেলেছে ইংল্যান্ড ও বাংলাদেশকে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—সবার সঙ্গেই রেটিংয়ের ব্যবধান বেড়ে যাচ্ছে বাংলাদেশের।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের চিত্রটাও খুব একটা ভালো নয়। সেখানে বাংলাদেশ আছে নবম স্থানে। এই ফরম্যাটেও পেছনে পড়েছে আফগানিস্তানের চেয়ে। আরও চিন্তার বিষয়, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বাংলাদেশের নিচে নেই আর কোনো পূর্ণ সদস্য দেশ—শুধু জিম্বাবুয়ে।
ধস নেমেছে দলের র্যাংকিংয়ে, এবং প্রশ্ন উঠছে—কোথায় বাংলাদেশ ক্রিকেটের উন্নতির ধারা? যে দেশ একসময় ‘বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে দল’ হিসেবে পরিচিত হচ্ছিল, সেই দেশ এখন আবার র্যাংকিংয়ে দ্বিগুণ হারের গল্প বলছে।
বিশ্বকাপের বছর না হলেও, সামনে আছে গুরুত্বপূর্ণ সফর ও প্রতিযোগিতা। এখনই ঘুরে দাঁড়াতে না পারলে, র্যাংকিংয়ের এই পতন হতে পারে আরও দীর্ঘমেয়াদি।