মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বাঁশখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:৪০ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে সাথী আক্তার (২০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) সকালে গন্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তার শশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, গন্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিএনজি অটোরিকশা চালক আজগর হোসেনের (২৫) সাথে ৩ বছর আগে পশ্চিম বড়ঘোনা গ্রামের  সিকদার বাড়ির আবুল হোসেনের মেয়ে সাথী আক্তারের (২২) বিয়ে হয়।

সাথীর ভাই মো. আলম অভিযোগ করে বলেন, ‘তার বোন সাথীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আমাদেরকে আত্মহত্যা করেছে বলে জানানো হয়েছে।’

বাঁশখালী থানার পু‌লিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব‌্যাপা‌রে থানায় একটি অপমৃত্যু মামলা হয়ে‌ছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত