কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে মামুন শরীফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) ভোর রাতে উপজেলা ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।
নিহত মামুন শরীফ মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনছুর আলম ওরফে রসুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় অটোরিকশা চালক নাজেম উদ্দিন বলেন, গভীর রাতে মহেশখালীর ঝাপুয়া স্টেশন হয়ে গাড়ি নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে তিনি মারাক্কাঘোনা এলাকায় জনৈক কায়সারের ফার্মেসীর দোকানের সামনের রাস্তার উপর যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।
ওসি কায়সার হামিদ বলেন, রাতে মহেশখালীর মারাক্কাঘোনা এলাকায় রাস্তার উপর আহত অবস্থায় এক যুবক পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। পরে তাকে স্থানীয়দের সহায়তায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
কায়সার হামিদ জানান, কারা, বা কি কারণে এই খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত হতে পারেনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।