বান্দরবানে থানচি উপজেলায় দুর্গম তিন্দু ইউনিয়নের এক আদিবাসী খিয়াং নারীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকাল ২ টার দিকে আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকের কোন জাতি-ধর্ম নেই, ধর্ষকের পরিচয় শুধুই ধর্ষক। সে বাঙ্গালি হোক আর পাহাড়ি হোক। তাদের আইনের আওতায় আনতে হবে। তারা তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার দাবি করেন। বিচার না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারী দেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী অংচমং মার্মা, লেলুং খুমী, ডনাইপ্রু নিলি, ছাত্র প্রতিনিধি বিটন তংচংগ্যা, উলিচিং মার্মা, জন ত্রিপুরা ও জেমস বমসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সোমবার (৫ মে) সকালে চিংমা খিয়াং জুমখেতে ধান রোপন করতে পাহাড়ে যান। কিন্তু বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ও পাড়াবাসী খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে জুমখেতের সীমানার নিকটবর্তী তার লাশ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এমন ধারণা করেছেন তারা।
তবে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, ওই নারীর ধর্ষণের শিকার হয়েছে কি-না এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং মেডিকেল রিপোর্ট আসলে জানা যাবে।