সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:১১ পিএম

দিনাজপুরের বিরামপুরে আন্ত:নগর বাংলাবান্ধা ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

১১ মে (রবিবার) দুপুরে বিরামপুর শহরের ২নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। 

নিহত তালিম হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিরামপুর শশুর বাড়িতে থাকতেন তিনি।

পার্বতীপুর জিআরপি থানার এস আই মোহাম্মদ তাজুল ইসলাম জানান, লাশ হেফাজতে নেয়া হয়েছে। আপত্তি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছেন। 

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্ত:নগর বাংলাবান্ধা ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করে যাবার সময় বসুন্ধরা এলাকা পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় নিহত তালিম ট্রেনে ধাক্কা লেগে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় তার সঙ্গে থাকা সাড়ে ৩ বছর বয়সী সন্তানটি আহত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত