বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রিয়ালের একাদশে গুলের, বার্সার গোলপোস্টে সেজনি

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৩২ পিএম

লা লিগায় ৩৫তম রাউন্ডের ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবই এরই মধ্যে ঘোষণা করেছে একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮ টায়।

রিয়ালের ফরোয়ার্ড লাইনে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে থাকছেন আর্দা গুলের। রিয়ালের সবশেষ ম্যাচেও একাদশে ছিলেন তুর্কি এই ফুটবলার। সেই ম্যাচে খেলেছিলেন রাইট উইংয়ে। করেছিলেন একটি গোল।

এদিকে বার্সেলোনা তাদের গোলবারের নিচে ভরসা রেখেছেন ভয়চেক সেজনির উপরেই। বার্সা কোচ হান্স ফ্লিক আগেই জানিয়েছিলেন শুরুর একাদশে খেলবেনা লেভানডফস্কি। তাকে বেঞ্চে রেখেছেন কোচ।

রিয়ালের একাদশ : কোর্তোয়া (গোলকিপার), ভাজকেজ, চুয়ামেনি, আসেনসিও, গার্সিয়া, সেবায়ওস, ভালভার্দে, বেলিংহ্যাম, গুলের, এমবাপ্পে ও ভিনি জুনিয়র।

বার্সার একাদশ : সেজনি (গোলকিপার), কুবার্সি, এনিগো মার্তিনেজ, ফেরান তোরেস, পেদ্রি, রাফিনহা, ইয়ামাল, ওলমো, ডি ইয়ং, এরিক, জেরার্ড মার্টিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত