বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

সিলেট থেকে ৫ ফ্লাইটে সৌদি যাবেন ২০৮০ হজযাত্রী

আপডেট : ১১ মে ২০২৫, ০৮:৫০ পিএম

সিলেট থেকে বিমানের সরাসরি ৫টি ফ্লাইটে এ বছর ২ হাজার ৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী ১৪ মে বিকাল ৫টায় প্রথম ফ্লাইট সরাসরি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।

এই ফ্লাইটে যাবেন ৪১৮ জন হজযাত্রী। এরপর ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও ৪টি ফ্লাইট সিলেট থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিমানসূত্র আরও জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই হজ যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে সম্পন্ন হবে।  

সংশ্লিষ্টরা জানান, সিলেট অঞ্চলের হজ যাত্রীদের দুর্ভোগ লাঘবের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, ‘ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াও পবিত্র হজযাত্রী পাঠাতে প্রতিটি ট্রাভেল এজেন্সির প্রত্যাশা থাকে। তবে এ বছর সৌদি সরকার এজেন্সি প্রতি এক হাজার হজযাত্রী বেঁধে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এ কারণে মক্কা-মদিনায় আবাসন সুবিধাসহ অন্যান্য কার্যক্রম সফল করতে তাদের চরম বেগ পোহাতে হয়।’

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, ‘সিলেট থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালিত হওয়ায় হজযাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।’ একইভাবে মদিনা থেকে সরাসরি সিলেট ফ্লাইট পরিচালনা করতে বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, সিলেটে যেসব এজেন্সি হজযাত্রী সংগ্রহে সমন্বয়ক এজেন্সি হিসেবে কাজ করেছে। এর মধ্যে রয়েছে- ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সিপার এয়ার সার্ভিস, আল মনসুর এয়ার সার্ভিস, রাব্বানী অ্যাভিয়েশন সার্ভিসেস, আবাবিল এয়ার সার্ভিস, ট্রাভেলন এয়ার সার্ভিসেস, আল শরিফাইন ট্রাভেলস, নিবরাস ট্রাভেলস, তাশফিক ট্রাভেলস, সিটি ওভারসিজ, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, যাত্রীক ট্রাভেলস, আকাবা ট্রেডিং করপোরেশন, আলফা ট্রাভেলস, খাজা ট্রাভেলস, সানসাইন ট্রাভেলস, আকাবা ট্রাভেলস, ইশরা ট্রাভেলস ইত্যাদি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত