নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যানজট নিরসনকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন অনুমোদনহীন অটোরিকশাচালকরা। এই হামলায় অন্তত ১০ জন যানজট নিরসনকর্মী আহত হয়েছেন। হামলার পর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই অনুমোদনহীন অটোরিকশা চলাচলের দাবিতে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছিলেন ইজিবাইকের চালকরা। একপর্যায়ে তারা ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্রসহকারে হামলা চালান ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
যানজট নিরসনকর্মীরা বলেন, ‘নিবন্ধনহীন অটোচালকরা শহরে চলাচলের দাবিতে আন্দোলন করছিলেন। অন্যদিকে আমরা আমাদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলাম সড়কে। হঠাৎ করেই তারা আমাদের ওপর চড়াও হন ও এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে নগর ভবনের ভেতর প্রবেশ করলে তারা সেখানেও হামলা চালান। তাদের হাতে ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড ছিল। হামলায় আমাদের অনেকের অবস্থা গুরুতর।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, ‘বিনা উসকানিতে এ হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর তারা আক্রমণ করেছেন ইজিবাইকের চালকরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’