মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

স্বর্ণার ফিফটিতে জয়ে শুরু ইমার্জিং নারীদের

আপডেট : ১৪ মে ২০২৫, ০৬:২৬ পিএম

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ নারী ইমার্জিং দল। ওই দিনও ম্যাচসেরা হয়েছিলেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। আজ কক্সবাজারে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ধরে রাখলেন সেই ফর্ম। আর ৫ উইকেটের জয়ে বাংলাদেশও পেলো শুভ সূচনা।

ওয়ানডের সিরিজসেরা ক্রিকেটার ফায়ে টুনিক্লিফের ৪৩ আর সিমন লরেনসের ৩২ রানে ভর করে ৬ উইকেটে ১১৬ রান জড়ো করে প্রোটিয়া নারীরা। হাবিবা ইসলাম পিংকি পান ৩ উইকেট। একটি করে শিকার ধরেন নিশিতা আক্তার নিশি, সাবেকুন নাহার ও ফারজানা ইয়াসমিন।

জবাবে শুরু ভালো হয়নি বাংলাদেশের পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২৩ রানে সাজঘরে ফেরেন শুরুর চার ব্যাটার। এর মধ্যে রানের খাতাই খুলতে পারেননি মিষ্টি রাণি ও অধিনায়ক শারমিন সুপ্তা। দলের ৫১ রানে ফেরেন ১২ রান করা আফিয়া আসিমা ইরা। কিন্তু এর পরের অধ্যায় স্বর্ণা ও ফারজানার। দুজন মিলে গড়েন ৬৭ রানের অবিচ্ছেদ্য জুটি। ফারজানা ৩৯ বলে ২৫ আর স্বর্ণা ৩২ বলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। বাংলাদেশে জেতে ৫ উইকেটের ব্যবধানে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত