শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

টেস্ট ছাড়লেও কোহলির ব্র্যান্ড ভ্যালু এখনো ১৯০০ কোটি রূপি 

আপডেট : ১৬ মে ২০২৫, ০২:২৬ পিএম

বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর অনেক ভক্তকে অবাক করলেও, তার ১৯০০ কোটি রূপীর ব্র্যান্ড সাম্রাজ্যের ভিত কিন্তু বিন্দুমাত্র কাঁপেনি। লাল বলের ক্রিকেটে ইতি টানলেও, ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে কোহলির অবস্থান আজও অটুট।

বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১,০৫০ কোটির রূপিরও বেশি, যার পেছনে রয়েছে বোর্ডের সঙ্গে কোহলির চুক্তি, আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২১ কোটি রূপির বার্ষিক চুক্তি, এবং ৪০টির বেশি ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ। পুমার সঙ্গে ১০০ কোটি টাকার চুক্তি, ডিজিট ইন্স্যুরেন্স কিংবা ব্লু ট্রাইবের মতো স্টার্টআপে বিনিয়োগ—সবকিছুইকোহলির ভবিষ্যৎমুখী পরিকল্পনারই অংশ।

২০২৩ সালে কোহলির ব্র্যান্ড ভ্যালু ২৯% বেড়েছিল। শুধু ইনস্টাগ্রামেই তার ফলোয়ার সংখ্যা ২৭০ মিলিয়নের বেশি—এমন প্রভাবশালী ডিজিটাল উপস্থিতি কোহলির অবসরের প্রভাবকে অনেকটাই লঘু করে দিয়েছে। এটা অনেকটা সরে যাওয়া নয়, বরং এক ধরনের নতুন যাত্রা।

ভারতীয় বোর্ডের সঙ্গে এ প্লাস ক্যাটাগরির চুক্তি অনুযায়ী কোহলি বছরে ৭ কোটি রূপি পেয়ে আসছিলেন, সঙ্গে থাকে ম্যাচ ফি- প্রতিটি টেস্টে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ, এবং টি-টোয়েন্টিতে ৩ লাখ। তবে সত্যিকার অর্থে তার আর্থিক উত্থানের পেছনে সবচেয়ে বড় অবদান আইপিএলের। ২০০৮ সাল থেকে আরসিবিইর সঙ্গে যুক্ত কোহলি এখন পর্যন্ত আইপিএল থেকে ২১২.৪৪ কোটি রূপি আয় করেছেন।

বর্তমানে ৪০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত কোহলি, যার মধ্যে রয়েছে এমআরএফ, পুমা, মিনত্রা, অডি, টিসট, পেপসি, বুস্ট, নেসলে, কোলগেট ও হেড অ্যান্ড শোল্ডারস। পুমার সঙ্গে ১০০ কোটির চুক্তি ভারতের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক চুক্তি। এমআরএফও ৮ বছরের জন্য ১০০ কোটির নতুন চুক্তি করেছে কোহলির সঙ্গে।

তার জনপ্রিয়তার পেছনে আছে তার শৃঙ্খলা, বিশ্বাসযোগ্যতা এবং সততা—ব্র্যান্ডগুলোর জন্য এগুলো সবচেয়ে আকর্ষণীয় গুণ।

বিলবোর্ডের মুখই শুধু নন, কোহলি একজন দক্ষ বিনিয়োগকারীও। তিনি আইএসএলের ক্লাব এফসি গোয়ার মালিকানায় আছেন, ‘চাইজেল’ জিম চেইনে বিনিয়োগ করেছেন, এবং ফ্যাশন ব্র্যান্ড ‘WROGN’-এর সহ-প্রতিষ্ঠাতা। এর পাশাপাশি ব্লু ট্রাইব ও ডিজিট ইন্স্যুরেন্সের মতো পরিবেশবান্ধব ও উদ্ভাবনী উদ্যোগে বিনিয়োগ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে ২৭০ মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে কোহলি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের একজন। তার এই বিশাল অনলাইন উপস্থিতি ব্র্যান্ডগুলোর জন্য এক বিশাল সম্ভাবনা। টেস্ট ছাড়লেও, কোহলি এখনও প্রতিদিন লাখো মানুষের চোখে—ফোনে, বিজ্ঞাপনে, ফ্যাশনে, লাইফস্টাইলে।

বিশেষজ্ঞরা বলছেন—না। ঠিক যেমন শচিন তেন্ডুলকার কিংবা মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পরও ছিলেন ব্র্যান্ডের প্রিয় মুখ, তেমনি কোহলিও থাকবেন। তিনি এখনও ওয়ানডে খেলবেন, তার ব্যবসা রয়েছে, সামাজিক প্রভাব রয়েছে—সব মিলিয়ে কোহলির জনপ্রিয়তা এখন আর শুধুমাত্র ক্রিকেট দিয়ে পরিমাপ হয় না।

টেস্ট ক্রিকেটের ইতি টানা বিরাট কোহলির জন্য এক অবসান নয়, বরং এক বিবর্তনের নাম—যেখানে একজন খেলোয়াড় হয়ে ওঠেন এক সম্পূর্ণ প্রভাবশালী ব্যক্তিত্ব, যার ছায়া বিস্তৃত কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে সংস্কৃতির প্রতিটি কোণায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত