বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ

আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:৪৮ পিএম

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৪ মে) সীমান্তবর্তী সুরমা বাজার এলাকা থেকে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আটকদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ শিশু। বিজিবি সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ধরে এনে পুশইন করেছে বিএসএফ। 

বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে সুরমা বাজার এলাকা থেকে ১৬ জনকে আটক করে বিজিবির ১৯ ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তবে তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন।  

বিজিবিসূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

বিজিবি ১৯ ব্যাটালিয়ন অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বুধবার যাদেরকে পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। 

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, সীমান্ত এলাকায় ১৬ জনকে আটকের বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, আটক ১৬ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি । 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত