শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ভোমরা কাস্টমস স্টেশনে টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে কলম বিরতি

আপডেট : ১৪ মে ২০২৫, ১০:৫৬ পিএম

এনবিআর বিলুপ্ত করে প্রমিত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে সারাদেশের সাথে সাতক্ষীরার ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনে অনুষ্ঠিত হয়েছে কলম বিরতি। কাস্টমস ও ট্রাক্স বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সমন্বয়ে গঠিত পরিষদ ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দেশব্যাপী এ কর্মসূচি ঘোষণা করে।

বুধবার (১৪ মে) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কলম বিরতি কর্মসূচি পালন করে। সেখানে সহকর্মীদের সাথে দাবির পক্ষে বক্তব্য দেন, ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারি কমিশনার মো. শওকাত হোসেন, সহকারী কমিশনার সাকিবল রায়হান, ভোমরা এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সহকারী রাজস্ব কর্মকর্তা আবু রাসেল।

আবু রাসেল জানান, সবাই রাজস্ব সংস্কার নিয়ে আলোচনার টেবিলে বসুক। সবার মতামত নেওয়া হোক। তারপর একটা কাঠামো দাড়াক যেখানে একটি আদর্শ সিস্টেম দাড় হবে। আমাদের মতামতকেই আমরা শুধু প্রাধান্য দিচ্ছি না, সবার মতামতের আসুক, এমনটা আমরা চাই। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড ফলো হোক।

সহকারী কমিশনার মো. শওকাত হোসেন বলেন, এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্যপরিষদের আহ্বানে বুধবার সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনঘণ্টা কাস্টমস ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের স্বতঃস্ফুর্তভাবে কলম বিরতি পালন করা হয়। এতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।  

সহকারি কমিশনার সাকিবুল রায়হান বলেন, দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার একটি যুগোপযোগি ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন।

ভোমরা এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীবৃন্দ রাজস্ব ব্যবস্থা সংস্কাওে দাবি দীর্ঘদিন ধওে কওে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া স্বত্বেয় কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মচারী বৃন্দেও মতামত গ্রহণ না করে। ও সরকার কতৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয়ের সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে। এরই প্রেক্ষিতে বুধবার প্রথম দিনের কলমবিরতী কর্মসূচি। 

দ্বিতীয় দিন বৃহস্পিতবারও পালন করা হবে জানান এই কর্মকর্তা জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত