মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বলিভিয়ায় মোরালেস সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট : ১৮ মে ২০২৫, ১২:২১ এএম

বলিভিয়ার সমাজতান্ত্রিক নেতা ইভো মোরালেসের প্রার্থিতা পুনর্বহাল দাবিতে নির্বাচনী আদালতের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, পেইন্টবল ব্যবহার করেছে বলিভিয়ার পুলিশ।

নির্বাচনী আদালতের কয়েক দিন আগের দেওয়ার রায়ের বিরোধিতা করতে শুক্রবার প্রশাসনিক রাজধানী লা পাজে জড়ো হওয়া কয়েকশ মোরালেস সমর্থকের ওপর পুলিশ চড়াও হয়। দক্ষিণ আমেরিকার এ দেশটির সাংবিধানিক আদালত সম্প্রতি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ না দেওয়ার পক্ষে অবস্থান নেয়। এর ফলে মোরালেসের চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে প্রথম প্রেসিডেন্ট হন মোরালেস। ২০০৯ সালে নতুন সংবিধান গৃহীত হওয়ার পরের দুবারও তিনি প্রেসিডেন্ট হন। ২০১৬ সালের এক গণভোটের ফলের ওপর ভিত্তি করে তিনি ২০১৯ সালের নির্বাচনেও অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত