মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নিষিদ্ধ আ. লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:০৪ পিএম

ফেনীর সোনাগাজীতে সনাতনী হিন্দুধর্মালম্বীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা জাফর উল্লাহ নয়নের (৪৮) বিরুদ্ধে। তিনি সোনাগাজী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর চরছান্দিয়া গ্রামের বড় বাড়ির মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ।

অভিযোগ সূত্রে জানা যায়, চরছান্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের মালিকীয় জমি চরছান্দিয়া মৌজায় ২ দাগে ১৭ ডিং ও ৯ ডিং জায়গা দীর্ঘদিন পর্যন্ত জবরদখল করে রেখেছিল আওয়ামী লীগ নেতা নয়ন। গত ১৪ মে উত্তম তার মালিকিয় জায়গায় কাজ করতে গেলে নয়ন তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে বিতাড়িত করে। উত্তম প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচেছন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উত্তম দাস বলেন, আমার বাবা মৃত উষা রঞ্জন দাসের নামে এই জায়গা সিএস খতিয়ানে রেকর্ড রয়েছে। কিন্তু নয়ন প্রতারণার আশ্রয় নিয়ে বিএস রেকর্ডে তার নামে রেকর্ড করে । যদিও তিনি কোন দলিলপত্র দেখাতে পারেননি। জমির কাছে আসলে আমাকে হত্যার হুমকি দেয়। গত ১৩ মে নয়ন ও তার ভাই আবদুল হালিম আমার ওপর দেশীয় অস্ত্র (দা-চুরি) দিয়ে হামলা করে।

স্থানীয় মোমিনুল হক জানায়, উত্তমের পৈত্তিক সম্পতি জোরপূর্বক দখল করে রেখেছে নয়ন। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র রফিকুল ইসলাম খোকনের অনুসারী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেত না। তিনি দলীর প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে মানুষকে হুমকি ধমকি দিয়ে মানুষের জায়গা জমি জবরদখল করতো। 

আরেক প্রতিবেশী আবদুল মান্নান বলেন, উষা দাস জীবিত অবস্থায় নয়ন ও তার পিতা মোস্তাফিজুর রহমানের কাছে জমি উদ্ধারের চেষ্টা করেন, ব্যর্থ হয়ে স্থানীয় মসজিদের মুসল্লিদের সামনে টাকা দিয়ে খরিদ করার প্রস্তাব দেন। ক্ষমতা দেখিয়ে তিনি তা করেননি। 

নাম প্রকাশ না করার শর্তে একজন এলাকাবাসী জানান, বিগত সরকারের সময়ে নয়নের আরেক সহযোগী আওয়ামী লীগ নেতা রফিকের সহযোগিতায় ও রফিকের ভগ্নিপতি এক বিচারকের প্রভাব খাটিয়ে এলাকায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে হামলা ও মামলা দিয়ে হয়রানি করতেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুল আসামি গ্রেপ্তার হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে নয়ন জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত