পাকিস্তান সফরের দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় বিসিবির সামনে তৈরি হয়েছে নতুন এক পরিস্থিতি। এই অনিশ্চয়তার মাঝে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাঁকা সময় কাজে লাগাতে তারা আমিরাত ক্রিকেট বোর্ডকে বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীনের পরামর্শেই আজ এই প্রস্তাব পাঠানো হয়। একই বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, “আমাদের অপারেশন্স চেয়ারম্যান আমিরাতে দলের সঙ্গে আছেন। তার পরামর্শ অনুযায়ী আমিরাত বোর্ডকে আরেকটি টি-টোয়েন্টি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।”
ভারত-পাকিস্তান রাজনৈতিক সংঘাতের প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর খেলা পেছানোর মাধ্যমে। নতুন সূচিতে ফাইনাল হবে ২৫ মে, সেই একই দিনে বাংলাদেশের পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল। নাফীস জানান, “আগে আমাদের ২১ মে পাকিস্তান যাওয়ার কথা ছিল। এখন সফর পেছানোর সম্ভাবনা নিশ্চিত। তাই ফাঁকা সময় কাজে লাগাতে অপারেশন্স চেয়ারম্যানের পরামর্শে বাড়তি ম্যাচের প্রস্তাব দেওয়া হয়েছে।”
এক পর্যায়ে নিরাপত্তা বিষয়ক শঙ্কার কারণে অনিশ্চয়তায় পড়েছিল বাংলাদেশ দলের পাকিস্তান সফর। তবে সরকারের সবুজ সংকেত পাওয়ার পর বিষয়টি এখন ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের নিজ ইচ্ছায় সফর থেকে সরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের মতামত জানার জন্য এবং পরামর্শের জন্য নাজমুল আবেদীনের পাশাপাশি বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদও সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন।
বিসিবির সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হওয়ার পরই বাড়তি টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তাব পাঠানো হয়েছে।
আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সোমবার শারজায় দ্বিতীয় ম্যাচ নির্ধারিত আছে। যদি বাড়তি ম্যাচ খেলতে রাজি হয় আমিরাত, তাহলে সিরিজ শেষে বাংলাদেশ সরাসরি পাকিস্তানে যাবে। অন্যথায় বাড়তি ম্যাচ না হলে দল দেশে ফিরে পরে পাকিস্তান সফরে যাওয়া হতে পারে।