লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া (৩৮) নামে একজনকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করছেন। এই ব্যাপারে বোন রাশিদা আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সোমবার বিকেলে আফতাব উদ্দিন ভূঁইয়া তার বোন রাশিদা আক্তারের বাসায় যান। তিনি বাসায় গিয়ে দেখেন যে, তার বোনের চলাচল করে ঐ গেটেই তালা ঝুলছে।
এই ব্যাপারে জানতে চাইলে প্রতিবেশী সাইমন রশিদ রনি, হারুনুর রশিদ, দীল আফরোজ সহ ১০-১২ জন লোক তার উপর হামলা করে। এই সময় লোহার রড, ইট, পাটকেল দিয়ে তাকে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে তার বোন এগিয়ে আসলে তাকে ও বেধড়ক মারধর করে আহত করেছেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে আফতাব উদ্দিন ভূঁইয়াকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, আফতাব উদ্দিনের অবস্থা ভালো না, তাই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানা যায়, রাশেদা আক্তারের সঙ্গে তার প্রতিবেশী সাইমুন রশিদ রনিদের জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিলো। এর জের ধরে গতকাল সোমবার বিকেলে হামলার ঘটনা ঘটেছে।
এ দিকে লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, হামলা ও আহতের ঘটনায় একটি এজাহার পেয়েছি।