শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে, কমিয়ে আনা হয়েছে ম্যাচ সংখ্যা

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:৩৭ পিএম

শেষপর্যন্ত পাকিস্তানে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে। তবে ম্যাচ পাচটির জায়গায় কমিয়ে ৩টি করা হয়েছে। এবং সবগুলো ম্যাচই হবে এ মাসে। 

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই দুই বোর্ড বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে সম্মত হয়। সফর অনুযায়ী, তিনটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

প্রাথমিকভাবে সিরিজটি পাঁচ ম্যাচের হওয়ার কথা ছিল এবং ২৫ মে থেকে ৩ জুনের মধ্যে আয়োজনের প্রস্তাব ছিল। পরে পিসিবি ২৭ মে থেকে ৫ জুনের একটি নতুন সময়সূচি প্রস্তাব করে। তবে শেষ পর্যন্ত বোর্ড দুটির আলোচনায় সিরিজটি তিন ম্যাচে কমিয়ে আনা হয়েছে।

বৈঠকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম

দুই বোর্ডের মধ্যে সফল আলোচনার মধ্য দিয়ে এই সফরের বিষয়ে সব জল্পনার অবসান হলো। নিরাপত্তা ও লজিস্টিক বিষয়ক উদ্বেগ থাকলেও, বিস্তৃত আলোচনার পর উভয় পক্ষ সফর নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বিসিবি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পাকিস্তানকে একটি নিরাপদ ক্রিকেট ভেন্যু হিসেবে বিবেচনা করে সফরের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বিসিবিকে ধন্যবাদ জানাই।”

আগামীকাল আরব আমিরাতের সাথে শেষ ম্যাচ খেলে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত