মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সাকিব মিরাজের সঙ্গে রিশাদও লাহোর কালান্দার্সে

আপডেট : ২২ মে ২০২৫, ০২:১৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে দেশের ক্রিকেটে এখন তোলপাড় চলছে। গতকাল তৃতীয় ম্যাচে নিজের সেরাটা নিতে পারেননি রিশাদ হোসেন। তবে ম্যাচ শেষে পিএসএল খেলতে তিনি পাকিস্তানের বিমান ধরেছিলেন। আজ বৃহস্পতিবার লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ রিশাদের পুনরায় দলে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে।

অফিসিয়াল ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘দেখ, কে ফিরেছে। করাচির বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমেনটর ম্যাচের আগে রিশাদ যোগ দিয়েছেন স্কোয়াডে।’  রিশাদ নিজেও সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি ফিরে এসেছি। পিএসএলে খেলার জন্য প্রস্তুত।'

আজ রাত ৯টায় পিএসএলের এলিমিনেটর ম্যাচে রিশাদকে দেখা যেতে পারে লাহোরের সেরা একাদশে। রিশাদের দলে আরও আছেন সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ। শেষ চারের লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলবে ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে। এলিমিনেটরে যে দল হারবে, সেই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যে দল জিতবে, সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত