বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

পুরস্কার নিতে গিয়ে সন দেখলেন পদক শেষ হয়ে গেছে!

আপডেট : ২২ মে ২০২৫, ০৩:৪৫ পিএম

ম্যানচেস্টার ইউইনাইটেডকে হারিয়ে ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল টটেনহ্যাম হটস্পার। গতকাল বুধবার রাতে ইউরোপা লিগের ফাইনালে তারা ১-০ গোলে জিতেছে। বিস্ময়কর ব্যাপার হলো, টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার সন হিউং-মিন পদক পাননি! কারণ, বাকিদের দিতে গিয়ে পদক শেষ হয়ে গিয়েছিল!

এত বছর ধরে একটা শিরোপা স্বপ্ন দেখে আসছিলেন সন হিউং-মিন। অবশেষে সেটা সত্যি হওয়ার পর তিনি আবেগে ভাসছেন। গণমাধ্যমকে বলেছেন, ‘বলতে পারেন, আমি একজন কিংবদন্তি। কেন নয়? তবে স্রেফ আজকের জন্য।’ খেলা শেষে টটেনহ্যামের কোচ-খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দিচ্ছিলেন উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দার চেফেরিন। কিন্তু সন হিউং-মিন যেতেই দেখা গেল পদক শেষ!

এ বিষয়ে উয়েফার পক্ষ থেকে বলা হয়েছে, উভয় দলকে আগে থেকে বলা হয়েছিল যে মঞ্চে কেবল ৩০ জনকে পদক পরিয়ে দেওয়া হবে। কিন্তু পদক গ্রহণের জন্য টটেনহ্যাম কর্তৃপক্ষ তাদের খেলোয়াড়দের পাশাপাশি বেশ কিছু স্টাফও পাঠিয়ে দেয়। এতেই বাঁধে বিপত্তি। তবে উয়েফা জানিয়েছে যে, যারা পদক পাননি, তাদের জন্য আরও ২০টি পদক টটেনহ্যামকে দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত