মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ফেনী সীমান্তে ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ 

আপডেট : ২২ মে ২০২৫, ০৩:৫২ পিএম

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের বাংলাদেশি ২৪ নাগরিককে পুশইন করেছে বিএসএফ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ৪ টার মধ্যে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে ১২ জন, খেজুরিয়া সীমান্ত দিয়ে ১২ জন ও কুমিল্লা ফুলগাজী সীমান্তে ১৫ জনসহ মোট ৩৯ জনকে পুশইন করা হয়েছে। 

বিজিবি ৪ ব্যাটালিয়ন তাদের আটক করে ছাগলনাইয়া ও ফুলগাজী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকৃতদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও তেরজন শিশু রয়েছে। ছয়টি পরিবারের মধ্যে পাঁচটি মুসলিম ও একটি হিন্দু পরিবার।

বিজিবি জানায়, আটককৃতরা বাংলাদেশি নাগরিক। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশাররফ হোসেন জানান, ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪ বিজিবি আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পরে বুধবার সকালে ফেনীর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ২৪ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত