রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোচিং না করায় কথা বিশ্বাস নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করেছেন শিক্ষক। উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন দশম শ্রেণীর ছাত্রী কথা বিশ্বাসের বাবা মিলন কুমার বিশ্বাস।
তিনি বলেন, আমার মেয়ে কথা বিশ্বাস সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। ঐ বিদ্যালয়ের শিক্ষক বলাই চন্দ্র মণ্ডল একজন কোচিংবাজ শিক্ষক। কোন শিক্ষার্থী তার কাছে কোচিং না করলে মানসিকভাবে নির্যাতনের পাশাপাশি শ্রেণীকক্ষে অপমান-অপদস্থ ও মারধর করে থাকেন। আমার মেয়ে কথা বিশ্বাসকে বিভিন্ন সময় শ্রেণীকক্ষে হেয়প্রতিপন্ন কথাবার্তা বলে থাকেন। আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করলে যার সত্যতা পাওয়া যাবে।
শিক্ষক বলাই চন্দ্র মণ্ডল শিক্ষার্থীদের মাঝে আমার মেয়েকে মাইক বলে ডাকাডাকি করে। পরীক্ষার খাতায় কম নম্বর দেয়ার হুমকি প্রদর্শন করে বিধায় কোন শিক্ষার্থী তার বিরুদ্ধে অভিযোগ দিতে ভয় পায়। গত ২১ মে এবং ২২ মে শিক্ষক বলাই চন্দ্র মণ্ডল কোন কারণ ছাড়াই আমার মেয়েকে পিঠে চরমভাবে বেত্রাঘাত করে। এ শিক্ষকের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।
সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বলাই চন্দ্র মণ্ডল বলেন, আমি কোন বেত্রাঘাত করিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড় বলেন, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। আপনার কাছ থেকেই শুনলাম। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।