বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জয়পুরহাটে নিষ্পত্তিকৃত ৫০৬ মাদক মামলার আলামত ধ্বংস

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:০৫ পিএম

জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনায় জয়পুরহাট জেলায় বিগত ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মোট ৫০৬টি মামলার আলামত রোলার দিয়ে ধ্বংস করা হয়েছে।  

এসময় জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোছা. আতিয়ারা আকতার, কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দীক ও মালখানা অফিসার এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ হাজার ৫৯৬ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল বিদেশি মদ, ৬০ প্যাকেট অফিসার চয়েজ ব্র্যান্ডের মদসহ বিভিন্ন ধরনের জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত