শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের অবস্থান কর্মসূচি অব্যাহত

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৩৭ এএম

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমনপীড়ন বন্ধসহ সাত দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন  করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সেøাগানে-সেøাগানে পল্লী বিদ্যুতের সংস্কারের দাবি তোলে সারা দেশ থেকে আসা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার না ছাড়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। গতকাল শুক্রবার সকাল থেকে তৃতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনকারীরা জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক সংস্কার চাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঢালাওভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পল্লী বিদ্যুতের নানা অনিয়ম ও দুর্ভোগের কথা তুলে ধরে তারা অনিয়মের অভিযোগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে।

তাদের সাত দফার মধ্যে রয়েছে : পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চেয়ারম্যানের অপসারণ করতে হবে; এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ অথবা দেশের অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন করতে হবে; মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করতে হবে; মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পদে পুনর্বহাল করতে হবে; গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করতে হবে; জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা বা শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতি দ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে এবং পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত