সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ববিতে ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:১০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৮ মে) সকাল ১০টায় শিক্ষার্থীদের সাথে নিয়ে এ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করেন ববির অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। 

উদ্বোধনী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। স্মৃতিফলকটি নির্মিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গেইট নং-১ সংলগ্ন স্থানে। ‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

স্মৃতিফলক নিয়ে নকশাকার তমাল রায় বলেন, ডিজাইনের মূল ভাবনায় ছিল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। স্মৃতিফলকের একাংশ উঁচু ও অন্য অংশ নিচু যা দেশের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। মাঝের গোল বৃত্তটি আবু সাঈদের বুকে বিদ্ধ গুলির প্রতীক। উপরের বৃত্তটি ‘একাত্মতা’র প্রতীক, যা জুলাইয়ে গড়ে ওঠা প্রতিরোধ ও ঐক্যের প্রতিফলন যেখানে সবাই হাত তুলে একসাথে দাঁড়িয়েছে। ইটের মাঝে ফাঁকা অংশগুলো শহীদদের শূন্যতা ও আমাদের হৃদয়ে তাদের স্থায়ী উপস্থিতিকে বোঝানো হয়েছে ,যারা আন্দোলনে অংশ নিয়ে প্রাণ দিয়েছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ববি উপাচার্য (অন্তর্বর্তী) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, "জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিফলক উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। আপনারা সবাই আজ ইতিহাসের সাক্ষী । জুলাইয়ের স্মৃতিকে অমর করে রাখতে এ স্মৃতিফলকের নির্মাণ কাজ শুরু হলো।"

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার পর ১৭ জুলাই শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতিফলক প্রাথমিকভাবে স্থাপন করেন ববি শিক্ষার্থীরা। সেটিকে পূর্নাঙ্গরূপ দিতেই এবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত