সাধারণ জ্ঞান
বাংলাদেশ ও আন্তর্জাতিক
১. মিসর ও সৌদি আরবকে বিভক্ত করেছে কোন সাগর?
উত্তর : লোহিত সাগর
২. ধবলগিরি পর্বত কোথায় অবস্থিত?
উত্তর : নেপাল
৩. পানামা খালের মালিকানা পানামার নিকট হস্তান্তর করা হয় কত সালে?
উত্তর : ১৯৯৯ সালে
৪. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত?
উত্তর : বঙ্গোপসাগরে
৫. ল্যাব্রাডার কী?
উত্তর : উত্তর আটলান্টিক সাগরের স্রোত
৬. মিসিসিপি নদী কোথায় অবস্থিত?
উত্তর : আমেরিকা মহাদেশ
৭. কংস নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : গারো পাহাড়
৮. চিরস্থায়ী ভূমিব্যবস্থা প্রবর্তন করেন কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিস
৯. হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯৮৬ সালে
১০. মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর : আমেরিকা মহাদেশে
১১. কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত ওয়ার সিমেট্রি সাক্ষ্য বহন করে কোন যুদ্ধের?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের
১২. ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কয়টি?
উত্তর : ৭৭টি
১৩. প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?
উত্তর : মুখ ও মুখোশ
১৪. বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর : বেঙ্গল গেজেট
১৫. তিন নেতার স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর : মাসুদ আহমেদ
১৬. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী?
উত্তর : পাল বংশ
১৭. বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসন কে প্রবর্তন করেন?
উত্তর : লর্ড রিপন
১৮. জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৪৮ সালে
১৯. ANZUS-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ক্যানবেরা
২০. নাফটা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৯৪ সালে
২১. দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কী?
উত্তর : জুলু
২২. বিসমার্ক কে ছিলেন?
উত্তর : জার্মানির চ্যান্সেলর
২৩. জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?
উত্তর : আইপিসিসি (IPCC)
২৪. মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য কী?
উত্তর : পরিবেশ সচেতনতা বৃদ্ধি
২৫. বাংলাদেশের সমুদ্রকূলের দৈর্ঘ্য কত?
উত্তর : ৭১৫ কিলোমিটার
গ্রন্থনা : জেলি খাতুন