জুলাই সনদ কার্যকরের আগে নির্বাচনের তারিখ ঘোষণা ঠিক হবে না। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষিত হলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই সনদ হওয়ার পর এনসিপি দলীয় মতামত জানাবে কখন নির্বাচন চাচ্ছে।
সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে তিনটি বিষয়ে কথা বলেছি। সরকারের যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তার অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছি। ৩০ কার্যদিবসের মধ্যেই যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয় তার জন্য জোর আহ্বান জানিয়েছি। দ্বিতীয়ত আমরা বলেছি— জুলাই মাসে আমাদের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হবে। ৫ আগস্টের আগেই জুলাই মাসের মধ্যেই যেন জুলাই সনদ কার্যকর করা হয়।
এনসিপির আহ্বায়ক বলেন, যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে আমরা তাদের প্রতি এবং সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি— ১৬ বছর আমরা অপেক্ষা করেছি, ১০ মাস অপেক্ষা করেছি, আরও দুই মাস যেন অপেক্ষা করতে চাই। সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে দেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং শাসন কাঠামো দেখতে চান। জুলাই সনদ হওয়ার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয়। জুলাই সনদ হওয়ার পর আমরা আমাদের দলীয় মতামত জানাব কোন সময় নির্বাচন চাচ্ছি।
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত যত আইন তা সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়ায় চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না।