শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জামালপুরে দখলের অভিযোগে তিন যুবদল নেতা আটক

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:৫১ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদাবাজি ও অবৈধভাবে দোকান দখলের অভিযোগে যুবদল নেতা হেলাল উদ্দিন (৪৬), মো. শফিকুল ইসলাম (৪৭) ও সোহাগ মিয়াকে (২৯) আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (২ জুন) রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন। মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার থেকে তাদের তিনজনকে আটক করা হয়। আটক যুবদল নেতা হেলাল উদ্দিন মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও পৌর শহরের জোনাইল এলাকার আব্দুস ছালাম ফকিরের ছেলে, মো. শফিকুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য ও পৌর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত হায়দার আলী মন্ডলের ছেলে এবং সোহাগ মিয়া যুবদল কর্মী ও পৌর শহরের জোনাইল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানা গেছে, মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকায় দীর্ঘদিন থেকে সরকারী দোকান বন্দোবস্ত নিয়ে নাজমুল হাসান নামে এক ব্যবসায়ী মনোহারি ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৫ আগস্টের পরে যুবদলের নেতা হেলাল উদ্দিন, মো. শফিকুল ইসলাম ও সোহাগ মিয়া তার দোকানটি জোরপূর্বক দখল করেন। এ ঘটনায় ব্যবসায়ী নাজমুল হাসান মাদারগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর সেনা বাহিনীর সদস্যরা

তাদের সাবধান করেন এবং দোকান ঘর ছেড়ে দিতে বলেন। কিন্তু তাতেও তারা দোকান ঘর ছাড়েননি। পরে ওই বাজার থেকে তাদের আটক করে যৌথ বাহিনী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, চাঁদাবাজি ও অবৈধভাবে দোকান দখলের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত