সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল জান্তা সরকার

আপডেট : ০৪ জুন ২০২৫, ১২:২৬ এএম

মার্চের শেষ দিকে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর পুনর্গঠন ও ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১ জুন এক বিবৃতিতে মিয়ানমারের জান্তা সরকার যুদ্ধবিরতির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বর্ধিত করেছে। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল মিয়ানমার ইন্টারন্যাশনাল টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শিকার হওয়া লোকজনদের পুনর্বাসন এবং ভেঙে পড়া অবকাঠামো মেরামতের কাজ এখনো চলছে। এ কারণেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।

গত ২৮ মার্চের ভূমিকম্পের কয়েক দিন পর ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য এপ্রিলের শুরুতেই ৫ মে পর্যন্ত প্রথম দফার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোও একই ধরনের পদক্ষেপ অনুসরণ করে। পরে ৬ মে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়। রবিবার তৃতীয় দফায় বাড়ানো হলো যুদ্ধবিরতির মেয়াদ। বিরোধী পক্ষগুলোও তাদের যুদ্ধবিরতির মেয়াদ জুনের শেষ পর্যন্ত বাড়িয়েছে। মার্চের শেষ দিকে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতির ঘোষণা করেছিল ক্ষমতাসীন জান্তা সরকার। তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের কিছু অঞ্চলে সামরিক বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

২০২০ সালের জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরেই তৎপর হয়ে ওঠে মিয়ানমার জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় তাদের এবং বর্তমানে মিয়ানমারের বিশাল অঞ্চল বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত