শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কোহলিকে কেন মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে?

আপডেট : ০৪ জুন ২০২৫, ০২:৫৮ পিএম

ক্লাব ফুটবলে সবকিছুই জিতে নিয়েছিলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে লা লিগা, একাধিক চ্যাম্পিয়নস লিগ, হাফ ডজন ব্যালন ডি’অর, কোপা আমেরিকা- কী ছিল না তার ঝুলিতে? শুধু ছিল না একটা বিশ্বকাপ। বিশ্ব ফুটবল ইতিহাসের এই মহানায়ক যদি বিশ্বকাপ না জিতেই অবসর নিতেন, তাহলে বড় একটা অপূর্ণতা থেকে যেত। তবে সেই অপূর্ণতাও ঘুচে গেল ২০২২ বিশ্বকাপে। মরুর বুকে শিরোপা উঁচিয়ে ধরলেন মেসি।

আর্জেন্টাইন জাদুকরের ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছিল বিরাট কোহলির। দীর্ঘ ক্যারিয়ারের শুরুতে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, গত বছর জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩ এবং ২০১৫ সালে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস ট্রফি- এক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া আইসিসির বৈশ্বিক সব শিরোপাই তার জেতা হয়ে গিয়েছিল। শুধু জিততে পারছিলেন না একটি আইপিএল শিরোপা! অদ্ভুত এক ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছিলেন ১৮ বছর ধরে!

হ্যাঁ, ১৮ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে একটা আইপিএল শিরোপা জয়ের জন্য মাথা কুটে মরছিলেন কোহলি। সেই অধরা শিরোপাই ধরা দিল গতকাল রাতে। পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল বেঙ্গালুরু। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে জয় নিশ্চিত হতেই কেঁদে ফেললেন কোহলি। তারপর শুরু করলেন খ্যাপাটে উদযাপন। তিন বছর আগে মরুর বুকে ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসিও তো এভাবে আনন্দে কেঁদেছিলেন।

আইপিএলে সর্বাধিক রান (৮৬৬১), এক আসরে সর্বাধিকবার পাঁচশর বেশি রান (৮ বার), তৃতীয় সর্বাধিক আইপিএল ক্যাপ (২৬৭), ১০ বার আইপিএলের  প্লে-অফে খেলা, ৪টি ফাইনাল খেলা, সর্বাধিক ৮টি সেঞ্চুরি, সর্বাধিক ৬৩ হাফ সেঞ্চুরি, এক মৌসুমে সর্বোচ্চ রান (২০১৬ সালে ৯৭৩) এবং সর্বাধিক বাউন্ডারি (৭৭১) – কোহলিকে আইপিএলে এমনিতেই অমর করে তুলেছিল। এবারের মৌসুমেও ফাইনালে ৪৩ রান করার পর তার রানের সংখ্যা ৬৫৭, যা তৃতীয় সর্বোচ্চ।

কোহলির সবচেয়ে অসাধারণ দিকগুলির একটি হলো তার বিবর্তন। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রাসঙ্গিক ছিলেন। এই সময়ে টি-টোয়েন্টি ক্রিকেট অনেক বদলে গেছে, কোহলিও নিজেকে বদলে ফেলেছেন বারবার। সমালোচনা গ্রহণ করে তিনি নিজেকে বিকশিত করেছেন, বাড়িয়েছেন স্ট্রাইকরেট। তাই খেলার গতি পরিবর্তনের সঙ্গে তিনি হারিয়ে যাননি। থেকে গেছেন ‘কিং কোহলি’ হয়েই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত