বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আঠারোর কোহলিকে শুভেচ্ছা জানালেন পনেরোর হ্যারি কেইন

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৩:৪১ পিএম

দুজনেই নিজ নিজ খেলার সুপারস্টার। বছরের পর বছর ধরে দুজনে যেন একই জায়গায় আটকে ছিলেন- একটি শিরোপা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সব শিরোপা জেতা বিরাট কোহলির আক্ষেপ ছিল একটা আইপিএল শিরোপা নিয়ে। অন্যদিকে হ্যারি কেইনের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছিল ক্লাব পর্যায়ে একটি শিরোপার আশায়। দুজনের সেই প্রত্যাশা মিলে গেল একই বিন্দুতে।

অনেকটা কাছাকাছি সময়েই শিরোপার স্বাদ পেয়েছেন হ্যারি কেইন আর কোহলি। গত মাসের শুরুতে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের মধ্য দিয়ে নিজের প্রথম ট্রফি জয় নিশ্চিত করেন কেইন। ক্যারিয়ার শুরুর ১৫ বছরের মাথায় সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকারের হাতে উঠল শিরোপা। আর গতকাল পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮ বছরের অপেক্ষা ঘুচেছে বিরাট কোহলির। প্রথমবারের মতো জিতেছেন আইপিএল শিরোপা।

আইপিএল ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যেম কোহলি এবং নিজের একটি ছবি পোস্ট করেছেন ইংল্যান্ড অধিনায়ক কেইন। যাতে দেখা যাচ্ছে, কোহলির ১৮ নম্বর জার্সি কেইনের হাতে এবং কেইনের ইংল্যান্ডের হয়ে পরা ১০ নম্বর জার্সি কোহলির হাতে। ক্যাপশনে কেইন লিখেছেন, ‘আর্কাইভের পাতা একটি মুহূর্ত সামনে এনে প্রথম আইপিএল শিরোপা জয়ের জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিশাল অভিনন্দন! অবিশ্বাস্য এক অর্জন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত