সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুলের রাঊানগর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় চাকায় পিষ্ট হয়ে সৌকত আহমেদ (২৩) নামের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(৪ জুন) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের রাধানাগর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে স্ত্রীকে সাথে নিয়ে ঢাকা থেকে বগুড়াগামী এইচকে পরিবহনের একটি গাড়িতে উঠেছিল সৌকত আহমেদ।
সিরাজগঞ্জ রোড পার হয়ে হাটিকুমরুল এলাকার ঢাক-বগুড়া মহাসড়কে আসার পর চলন্ত গাড়ির ভেতর সুপারভাইজারের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুপারভাইজার ও হেলপার তাকে সজোরে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে সড়কে ফেলে দেয়। ফলে তিনি আলন্ত গাড়ির পিছনের চাকার নিচে পরে তার মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সৌকত আহম্মেদ বগুড়া জেলার নন্দিগ্রাম থানার হাজার বেগুনীপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর ঘাতক চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।