নাজমুল হোসেন শান্তকেই আরও এক বছরের জন্য টেস্ট অধিনায়ক হিসেবে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি বিসিবির বোর্ড পরিচালকদের নবম সভায় এক বছরের জন্য শান্তকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। শান্ত টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ইচ্ছা পোষণ করায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন কুমার দাসকে এই সংস্করণে অধিনায়ক হিসেবে ঘোষণা করে বিসিবি। বুধবার নাজমুল হোসেন শান্তকেই টেস্টে আরো এক বছর অধিনায়ক হিসেবে রাখছে বিসিবি, তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আসন্ন শ্রীলঙ্কা সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট দিয়ে নতুন মেয়াদে যাত্রা শুরু হবে শান্তর।
চোট কাটিয়ে প্রায় বছর দুয়েক পর দলে ফিরেছেন এবাদত হোসেন। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৬ ওভার বল করে ৯৩ রান খরচায় তার একটা মাত্র উইকেট শিকার। তবুও নির্বাচকরা আস্থা রেখেছেন তার উপর। ভাগ্যও সহায়তা করেছে তাসকিন এবং শরিফুল ইসলাম চোটগ্রস্থ থাকায়। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে নির্বাচকরা ছেঁটে ফেলেছেন ক্রমাগত ব্যর্থতার বৃত্তে পাক খেতে থাকা দুই উদ্বোধনী ব্যাটসম্যান জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে।
দুই টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। তাতে উদ্বোধনী ব্যাটসম্যান মাত্র ২ জন অর্থাৎ এই সিরিজে এনামুল হক ও সাদমান ইসলামকে পুরোপুরি সুযোগটা দিতে চায় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চতুর্থ চক্রের যাত্রা। গলে প্রথম টেস্ট শুরু ১৭ জুন, কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ১৩ জুন।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।