বিশ্বকাপের মূলপর্বে খেলা যেহেতু নিশ্চিত হয়ে গেছে, তাই লিওনেল স্কালোনি এখন রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করে নিচ্ছেন। থিয়াগো আলমাদা-নিকো পাজদের নিয়ে একাদশ সাজিয়ে শেষ দিকে ১৭ বছর বয়সী অভিষিক্ত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও মাঠে নামান। চোট কাটিয়ে লিওনেল মেসির ফেরার ম্যাচে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় উপহার দেন হুলিয়ান আলভারেজ।
সাত মাস পর আর্জেন্টিনার জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। আজ শুক্রবার চিলির মাঠ হুলিও মার্তিনেজে বিরতির পর বদলি হিসেবে নেমে খেলেছেন মাত্র ৩৩ মিনিট। শুরুতে চিলি আক্রমণ চালিয়ে গেলেও দ্রুত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্জেন্টিনা। ১৬ মিনিটে থিয়াগো আলমাদার পাস ধরে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ছন্দে থাকা আলভারেজ।
বিরতির পর ৫৭ মিনিটে নিকো পাজের বদলে মাঠে নামেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ২টি শট নেওয়ার পাশাপাশি কিছু ঝলকও দেখিয়েছেন। যদিও শেষ পর্যন্ত কোনো গোল পাননি। ৮৩ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া করেন সিমিওনে। শেষ পর্যন্ত বাছাইপর্বের ১১তম জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করে আর্জেন্টিনা।