রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথমবার আইপিএল জয় উদযাপন করতে গিয়ে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ের চাপে ও পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এই ঘটনায় ভারতজুড়ে চলছে সমালোচনা। এরই ধারাবাহিকতায় বেঙ্গালুরু দল, ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেইনমেন্ট ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে এফআইআর করেছে বেঙ্গালুরু পুলিশ।
এফআইআরে বলা হয়েছে, বেঙ্গালুরু কর্তৃপক্ষ বিজয় উদযাপন অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি নেয়নি। ৪ জুন সকালে আরসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিজয় মিছিল ও স্টেডিয়ামে অনুষ্ঠানের কথা ঘোষণা দেয়। দর্শকদের জন্য স্টেডিয়ামে প্রবেশ ফ্রি করে দেওয়া হয়। এতে লাখ লাখ সমর্থক চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জড়ো হতে শুরু করেন।
স্থানীয় সময় দুপুর ৩টা ১০ মিনিটে স্টেডিয়ামের গেট খোলার পরই তৈরি হয় বিশৃঙ্খলা। কে কার আগে স্টেডিয়ামে ঢুকবে – তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। অতিরিক্ত ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি। এতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত এবং ৬৪ জনের মতো আহত হন। পুলিশ ও নিরাপত্তাকর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বিকেল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার পর আর বড় কোনো অঘটন ঘটেনি। পুলিশের অভিযোগ, বিপুল সংখ্যক সমর্থককে সামলানো এবং ফ্রি পাস বিতরণ নিয়ে আয়োজকদের কোনো পরিকল্পনা ছিল না। ঘটনার পরদিনই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এক সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ, ভারতীয় ন্যায়সংহিতার ছয়টি ধারায় এফআরআই দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে খুন নয়, কিন্তু মৃত্যুর জন্য দায়ী হওয়ার অভিযোগ, গুরুতর আঘাত, বেআইনি জমায়েত এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ। পুলিশকে আয়োজকেরা কোনো সহযোগিতা করেনি বলে এফআরআইয়ে উল্লেখ করা হয়েছে।