বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

১৭ দিন না যেতেই ১৭ বছর পর শিরোপা জেতানো কোচ বরখাস্ত!

আপডেট : ০৭ জুন ২০২৫, ০১:৩৩ পিএম

কোচিং পেশাটা যেন এমনই। চাকরির কোনো গ্যারান্টি নেই। ১৭ বছর পর টটেনহ্যাম হটস্পারকে ইউরোপা লিগের শিরোপা জিতিয়েছেন অ্যাঞ্জ পোস্তেকোগলু। সেই অর্জনের ১৭ দিন না যেতেই অ্যাঞ্জ পোস্তেকোগলুকে বরখাস্ত করেছে টটেনহাম হটস্পার! ঘটনাটি বেশ তোলপাড় ফেলেছে ফুটবল অঙ্গনে।

এক বিবৃতিতে টটেনহ্যাম জানিয়েছে, ‘পুনর্মূল্যায়ন এবং গভীর পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাঞ্জ পোস্তেকোগলুকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। টটেনহামের ইতিহাসে মাত্র তৃতীয় কোচ হিসেবে ইউরোপিয়ান ট্রফি জয়ের গৌরব অর্জন করেছেন অ্যাঞ্জে। এ জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। তবে ক্লাবের বোর্ড সর্বসম্মতিক্রমে মনে করেছে, আমাদের ভবিষ্যৎ সফলতার জন্য এখন পরিবর্তন জরুরি।’

গত মাসে ৫৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ পোস্তেকোগলুর অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের মধ্যে প্রথম শিরোপা জিতে টটেনহ্যাম। এ কারণে তারা পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে। এবারের  প্রিমিয়ার লিগে অবশ্য টটেনহামের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অবনমন না হলেও তারা হেরেছে ২২টি ম্যাচে। লিগ শেষ করেছে ১৭ নম্বরে থেকে।

বরখাস্ত হওয়ার প্রতিক্রিয়ায় পোস্তেকোগলু এক বিবৃতিতে বলেছেন, ‘টটেনহাম হটস্পারের ম্যানেজার হিসেবে আমার সময়টাকে ফিরে দেখলে গর্ব অনুভব করি। ইংল্যান্ডের একটি ঐতিহাসিক ক্লাবের দায়িত্ব পালন করতে পারা এবং তাকে আবারও গৌরবের পথে ফেরানোর সুযোগ পাওয়া—এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এটা আমি কখনো ভুলতে পারব না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত