রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ  নিহত ১, আহত ৬

আপডেট : ০৮ জুন ২০২৫, ১২:২০ পিএম

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম হাসান (১৬) নামে এক তরু নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত তামিম হোসেন হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

আহতরা হলেন- একই উপজেলা পুড়াহাটি গ্রামের আহাতাব মণ্ডলের ছেলে মারুফ হোসেন (১৫), লাভলু মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (২৪) রিংকু হোসেন  (১৮), জাহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন (১৫) ও শুকুর আলীর ছেলে গিয়াস উদ্দিন।  

স্থানীয় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, রাত নয়টার দিকে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে তিনজন ও অপর মোটর সাইকেলে চারজন আরোহী ছিলেন। শৈলকূপা উপজেলার যাদবপুর গ্রামে পৌঁছলে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তামিম হোসেন মারা যান।

গুরুতর আহতদেরকে ঝিনাইদহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত