বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

হরিরামপুরে সাংবাদিকের ওপর হামলায় বহিষ্কার ছাত্রদল নেতা

আপডেট : ১০ জুন ২০২৫, ১০:৪২ এএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি আবেদ হাসান উপজেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের হাতে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত সাংবাদিক আবিদ হাসান। এছাড়া অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের একজনকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

সোমবার (৯জুন) দুপুরে হামলার শিকার সাংবাদিক আবিদ হাসান হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে রোববার (৮ জুন) রাত ৮টার দিকে লেছড়াগঞ্জ বাজার (তিন রাস্তার মোড়) টিটুর দোকানের ভিতর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে রবিবার সন্ধ্যায় দড়িকান্দি এলাকার সুমনের সঙ্গে মোটরসাইকেল পার্কিং নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাবুর কথা কাটাকাটি হয়। পরে ঘটনার সময়  উপস্থিত থাকায় সাংবাদিক আবিদ হাসান বিষয়টি মিটমাট করে দিয়ে পার্শ্ববর্তী এলাকার লেছড়াগঞ্জ বাজারে তিন রাস্তার মোড়ে টিটুর দোকানে এসে বসেন। এরপর ছাত্রদল সাবেক নেতা রেজাউল করিম ওরফে বাবু, নাজমুল, শাকিল মোল্লা ও অনিকসহ ৩০-৩৫ সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা আবেদকে উদ্দেশ করে বলেন, তুই প্রেসক্লাবের সেক্রেটারি হইছস তো কি হইছে, তোকে মাইরা ফেলুম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর তিনি সেখানে চিকিৎসা নেন।

আহত সাংবাদিক আবেদ হাসান জানান, অতর্কিতভাবে এসে হামলাকারীরা আমার ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে। হামলার ঘটনায় হরিরামপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে বিকালে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সাংবাদিক আবিদ হাসানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ওরফে বাবুকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, সাংবাদিক আবিদ হাসান লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত