শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে হামজাদের ম্যাচ

আপডেট : ১০ জুন ২০২৫, ০১:৫১ পিএম

রাজধানীর জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতা সব মিলে ২৩ হাজারের মতো। কিন্তু এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে দেশের কোটি ফুটবলপ্রেমী অপেক্ষা করে আছেন। আজা সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা। যারা গ্যালারিতে যেতে পারবেন না, তাদের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে।

এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আটটি বিভাগীয় ভেন্যুতে বড় পর্দায় ম্যাচটি দেখানোর ব্যবস্থা হচ্ছে। ঢাকায় রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের জেলা স্টেডিয়াম (এম এ আজিজ স্টেডিয়াম), সিলেটের রিকাবী বাজার পয়েন্ট, খুলনার শহীদ হাদিস পার্ক, রাজশাহীর নানকিং বাজার, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ, এবং রংপুরের টাউনহলে বড় পর্দায় খেলা দেখানো হবে।

এছাড়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল টি-স্পোর্টস। যারা টিকিট পেয়েছেন, তারা ম্যাচ শুরুর ৫ ঘণ্টা আগে বেলা ২টা থেকেই দর্শকদের মাঠে প্রবেশ করতে পারবেন। এজন্য জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। স্টেডিয়ামে কোনো ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত