চট্টগ্রাম নগরের হালিশহর বড়পোল মোড় এলাকায় বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছে। বুধবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালিশহর পোর্ট কানেক্টিং রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম ওসমান গণি। তার বয়স ১৯/২০ বছর। তিনি বান্দরবান জেলার বাসিন্দা। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। তার নাম তানিম। বয়স আনুমানিক ২০ বছর।
স্থানীয়রা জানান, বাবার প্রাইভেট কার নিয়ে রাস্তায় বেরিয়েছিল তানিম। সড়ক ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল সে। বড়পোল এলাকায় তখন সাইকেলে সড়ক পার হচ্ছিলেন ওসমান গণি। কিছু বুঝে ওঠার আগেই ওই সাইকেলকে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান সাইকেল আরোহী তরুণ। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাড়িটি থামিয়ে তানিমকে আটক করে। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিল ১৬ থেকে ১৭ বছর বয়সী এক কিশোর। সে ২০২৪ সালের এসএসসি শিক্ষার্থী। বর্তমানে গাড়ি ও ওই কিশোর হালিশহর থানায় রয়েছে।
হালিশহর থানার এসআই আবু সাইদ বলেন, লাশের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই কিশোর থানায় রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।