শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

চট্টগ্রামে অপহৃত এক বালু ব্যবসায়ীকে উদ্ধার করল যৌথবাহিনী

আপডেট : ১২ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপহৃত যুবলীগের সাবেক এক নেতাকে উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনায় জড়িত অপহরণকারী কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা সুইচগেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। 

অপহৃত জহির উদ্দিন সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি পেশায়  বালু ব্যবসায়ী ছিলেন এবং নলুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

জানা গেছে, গতকাল বুধবার রাত নয়টার দিকে মোবাইল ফোনে অপরিচিত এক ব্যক্তি বালু কেনার কথা বলে জহির উদ্দিনকে বইক্যারপাড়া এলাকায় দেখা করতে বলেন। জহির উদ্দিন তার ছোট ভাই সোহেলকে সঙ্গে নিয়ে বইক্যারপাড়া এলাকায় যান। সেখানে সাত-আটজন দুর্বৃত্ত সোহেলকে মারধর করে তাড়িয়ে দেন এবং জহির উদ্দিনকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে তারা জহির উদ্দিনের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, বালু ব্যবসায়ী জহির উদ্দিনকে যৌথবাহিনী উদ্ধারের পর সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত