শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে প্রেমিক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলার সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামে এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় প্রেমিকাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আটক প্রেমিক মো. রাকিব (২৮) সিরাজদীখান থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ছাতিয়ানতলী গ্রামের যুবক রাকিব ও এক সৌদি প্রবাসীর স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে প্রেমিক ও প্রেমিকা একটি নির্জন স্থানে ঘরের ভেতর কথাবার্তা বলছিলেন। এক পর্যায়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করলে প্রেমিকা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব তার প্রেমিকাকে ছুরিকাঘাত করেন। এ সময় প্রেমিকার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাৎক্ষণিক যুবককে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এ ছাড়া ছুরিকাহত অবস্থায় প্রেমিকাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠায়।
সিরাজদীখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।