মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল বাংলাবাজারে পদ্মা নদীর ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হাওলদারকান্দি গ্রামে পদ্মার তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, বানিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মিয়াজী, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলো বেগম, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবু, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন, ইউপি সদস্য মো. সালাহউদ্দিন প্রমুখ।