বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মহেশপুরে সীমান্তে আরও ১৬ জনকে পুশইন

আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:২৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে নারী শিশুসহ ১৬ জনকে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। পুশইন করা ১৬ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছে বিজিবি।  ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া বিএসএফ সদস্যরা ১৬ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের ভেতর থেকে আটক করে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুশইন করা নাগরিকদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু।

বিজিবি জানিয়েছে, শুক্রবার ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারিপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাংগা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ১৬ বাংলাদেশিকে আটকের বিষয়ে জানান। পরে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে বিজিবিকে অনুরোধ করে পতাকা বৈঠক আহ্বান করে।

বিএসএফ ও বিজিবির দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্যে বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৮৫-আর (পিলার)-এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। তাদের মহেশপুর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে অবগত করা হয়নি। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তাদের  থানায় সোপর্দ করতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত