শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জ

ইটভাটার শ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্বপন নামের এক ইটভাটার শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরে নরসিংহপুর চিতাশাল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মৃত সাহাদ আলীর ছেলে এবং গোপচর খালেক বেপারীর বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, ভোর রাত ৪টার দিকে স্বপনকে ডেকে নিয়ে যায় কয়েকজন। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে তার বড় ভাই ছাড়াতে গেলে তাকেও মারধর করা হয়। সকালে নরসিংপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মাদক নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত