বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

যশোরে প্রবাস ফেরত যুবক খুন

আপডেট : ১৫ জুন ২০২৫, ০১:৪৩ পিএম

যশোরে প্রবাসী এক যুবক খুন হয়েছেন। অভয়নগর উপজেলার নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে রবিবার (১৫ জুন) সকালে তার জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান শেখ (৩০) ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আড়াই মাস আগে তিনি কুয়েত থেকে বাড়ি
এসেছিলেন। দুই মাস আগে বিয়ে করেন।

নিহত হাসানের বড় ভাই মুন্না শেখ জানান, দেশে ফেরার পর থেকে মুন্না গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতেন। বন্ধুদের পিছনে প্রচুর টাকা নষ্ট করতেন। ঘটনার দিনও বন্ধুদের নিয়ে আড্ডায় ছিলেন। মাদকের কারণে এই হত্যাকান্ড সংঘঠতি হতে পারে বলে তিনি জানান।

মুন্না আরও জানান, শনিবার রাতেও হাসান বন্ধুদের আড্ডায় ছিলেন। ভোরে প্রতিবেশী তবিবুর রহমান তার মাছের ঘেরের পাড়ে গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে তাদেরকে জানান। এসময় পুলিশে খবর দেওয়া হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ প্রকাশ দাস জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে হত্যা করেছে তার অনুসন্ধান করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত