ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে চীনের ইসরায়েলস্থ দূতাবাস দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের প্রতি ‘যত দ্রুত সম্ভব’ ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। খবর: বিবিসি
আজ মঙ্গলবার চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে ভূমিপথে সীমান্ত পার হয়ে যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যেতে হবে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “জর্ডান অভিমুখে বেরিয়ে যাওয়াটাই সবচেয়ে উপযোগী হবে।”
বেইজিংয়ের দূতাবাস জানায়, চলমান সংঘাত দিন দিন আরও তীব্র আকার নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন নাগরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।’